রবি(Robi) সিমের জন্য প্রয়োজনীয় কোড সমূহ

 


রবি সিমের প্রয়োজনীয় কোড সমূহ, 

রবি সিমের সকল কোড সমূহ, 

রবি সিমের অফার দেখার নিয়ম, 

রবি সিমের টাকা কাটা বন্ধ করার কোড

রবি:-

১)রবি সিমের ব্যালেন্স চেক ‌= *২২২# 
 ২)রবি সিমের সিম নাম্বার = *১৪০*২*৪#
 ৩)রবি সিমের প্যাকেজ চেক =  *১৪০*১৪# 
৪)রবি সিমের এমবি চেক =  *৮৪৪৪*৮৮# 
৫)রবি সিমের মিনিট চেক = *২২২*৩#
 ৬)রবি সিমের এসএমএস চেক =  *২২২*১১#  
৭)রবি সিমের ইমারজেন্সি ব্যালেন্স =*৮৮১১#   


রবির মাধ্যমে অন্যান্য সকল সেবা পাওয়ার জন্য ডায়াল করুন *১২১#। উক্ত কোডটি ডায়াল করলেই আপনার সামনে অনেকগুলো অপশনের একটি বক্স আসবে। যেমন


1) My bill and balance

2) Minute bundle and package

3) Internet and combo

4) Jhotpot balance and balance transfer


এক নাম্বারের অপশনের মাধ্যমে আপনি আপনার  ব্যালেন্স চেক করতে পারবেন।


দুই নাম্বার অপশনের মাধ্যমে আপনি আপনার সুবিধাজনক মিনিট প্যাক বা বান্ডেল কিনতে পারেন।


তিন নাম্বার অপশন এর মাধ্যমে আপনি আপনার পছন্দসই ইন্টারনেট প্যাক কিনতে পারবেন।


চার নাম্বার অপশনের মাধ্যমে আপনি ব্যালেন্স ধার নিতে পারেন এবং মোবাইল ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন।

রবি সিমের নাম্বার দেখার কোড,

রবি সিমের এমবি দেখার কোড, 

রবি সিমের মিনিট দেখার কোড

রবি সিমের অফার দেখার কোড


এছাড়া অন্যান্য সিমের জন্য প্রয়োজনীয় কোড সমূহ জানার জন্য আপনারা নিচের তথ্যগুলো ব্যবহার করতে পারেন:-

গ্রামীণফোন:-

১)ব্যালেন্স চেক ‌= *৫৬৬#

 ২)সিম নাম্বার = *২# 

 ৩)প্যাকেজ চেক = *১১১*৭*২# 

৪) এমবি চেক = *১২১*১*৪# 

৫)মিনিট চেক = *৫৬৬*২৪# 


 ৬)এসএমএস চেক = *৫৬৬*২# 

৭) ইমারজেন্সি ব্যালেন্স = *১০১০*১#

৮) ইমারজেন্সি এমবি = *১০১০*২#

৯) বোনাস মিনিট চেক = *৫৬৬*২০#


টাকা কেটে নেয় গ্ৰামীণফোনের 

 এমন সমস্ত সার্ভিস বন্ধ করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন Stop all এবং পাঠিয়ে দিন  2332 নম্বারে। 


আপনার গ্রামীনফোন সিমের ওয়েলকাম টিউন বন্ধ করার জন্য আপনার মেসেজ অপশনে গিয়ে লিখুন Stop এবং পাঠিয়ে দিন 4000 নম্বারে।



গ্রামীণফোন সম্পর্কিত সকল তথ্যের জন্য ডায়াল করুন *১২১#। উক্ত কোডটি ডায়াল করলে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। যেমন

১) Balance,call rate&fnf

 ২)GP Star

৩)Internet

৪)Talktime/ Minutes packs

৫)My offers ইত্যাদি।


(1) নাম্বার অপশনে যদি আমরা যাই এখান থেকে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন, আপনার ইন্টারনেটের পরিমাণ বা এমবির পরিমাণ দেখতে পারবেন, আপনি এফএনএফ করতে পারবেন, ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন এবং কল রেট সম্পর্কে জানতে পারবেন।


(3) নাম্বার অপশনে আপনি পাবেন ইন্টারনেটের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ। যেখান থেকে আপনার পছন্দসই যেকোনো ইন্টারনেট প্যাক আপনি কিনতে পারবেন।


(4) নাম্বার অপশন থেকে আপনি বিভিন্ন ধরনের মিনিট প্যাক কিনতে পারবেন।


(5)  নাম্বার অপশন থেকে আপনি আপনার জন্য সিম অপারেটর এর পক্ষ থেকে থাকা বিশেষ অফার গুলো নিতে পারবেন যেমন আপনার জন্য ইন্টারনেট প্যাক ও মিনিট প্যাক।


বাংলালিংক:-

ব্যালেন্স চেক ‌= *১২৪#

 ২)সিম নাম্বার = *৫১১#

 ৩)প্যাকেজ চেক =  *১২৫#

৪) এমবি চেক =  *১২৪*৫#

৫)মিনিট চেক =  *১২৪*২#

 ৬)এসএমএস চেক =  *১২৪*৩#


বাংলালিংকের অন্যান্য তথ্য পাওয়ার জন্য আপনাকে ডায়াল করতে হবে *১২১#। কত কোটি ডায়াল করলে আপনার সামনে অনেকগুলো অপশন এর একটি বক্স আসবে। যেমন


2)Amar offers

3) Internet

4) Minut and SMS

5) Emergency loan

8) Help zone


এখান থেকে আপনি 2 নাম্বার অপশন এর ভিতর থেকে আপনার জন্য রাখা বিশেষ মিনিট এবং ইন্টারনেট অফার গুলো বা প্যাক গুলো পেতে পারেন। 


তিন নাম্বার অপশন থেকে আপনার প্রয়োজনীয় ইন্টার্নেট প্যাক গুলো কিনতে পারেন এবং চার নাম্বার অপশন থেকে আপনি মিনিট এবং এসএমএস প্যাক বা বান্ডেল কিনতে পারেন। 


পাঁচ নাম্বার  অপশন থেকে আপনি এমার্জেন্সি সকল প্রকার লোন নিতে পারেন। আট নাম্বার অপশন থেকে সকল প্রকার হেল্প পেতে পারেন বা হেল্প নাম্বার গুলো পেতে পারেন।


টেলিটক:-

 ১)ব্যালেন্স চেক ‌= *১৫২#

 ২)সিম নাম্বার = *৫৫১#

৫)মিনিট চেক =  *১৫২#

 ৬)এসএমএস চেক =  *১৫২#

৭) ইমারজেন্সি ব্যালেন্স = *১১২২#


এয়ারটেল:-

১)ব্যালেন্স চেক ‌= *৭৭৮#

 ২)সিম নাম্বার = *১২১*৬*৩# 

 ৩)প্যাকেজ চেক = *১২১*৮# 

৪) এমবি চেক = *৭৭৮*৩৯# 

৫)মিনিট চেক = *৭৭৮ *৫# 

 ৬)এসএমএস চেক = *২২২ *১৩# 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)