ট্রেনের টিকিট কাটার জন্য এখন আপনার ট্রেনের স্টেশন নিয়ে গিয়ে, লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার প্রয়োজন হবে না। আপনার হাতের মোবাইল ফোন দিয়ে ঘরে বসেই আপনি ট্রেনের টিকেট কাটতে পারেন, আপনার ও আপনার পরিবারের জন্য। মাত্র 1, 2 মিনিটের মধ্যে আবেদন করতে পারবেন। আপনার মোবাইল ফোন দিয়ে, ট্রেনের টিকেট কাটতে পারেন। যারা মোবাইল ফোন ব্যবহার করেন তাদের জন্য এটা খুবই সহজ। শুধু আপনারা কিভাবে এটা করতে হয় এটা জানলে করতে পারবেন চলুন আমরা জেনে নেই কিভাবে মোবাইল দিয়ে ঘরে বসে ট্রেনের টিকিট কাটা যায়।
কিভাবে মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটবেন:-
১) মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে সর্ব প্রথমে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখান থেকে রেল সেবা নামে একটি অ্যাপ ডাউনলোড করে সেটাকে ইন্সটল করতে হবে।
২) অ্যাপটি ওপেন করলে আপনাকে সর্ব প্রথমে অ্যাপটিতে সাইন আপ করতে হবে। প্রথম পেজের নিচের দিকে তিনটা অপশন থাকবে যার মাঝের অপশনটি হলো সাইন আপ সেখানে ক্লিক করতে হবে। সাইন আপ করার জন্য আপনার পূর্ণনাম, আপনার মোবাইল নাম্বার, আপনার একটি সচ্ল ইমেইল এড্রেস ও একটি পাসওয়ার্ড লিখে সাইন আপ এ ক্লিক করলে আপনার সাইনআপ সম্পন্ন হবে।
৩) এভাবে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর অন্য একটি পেজে আপনাকে নিয়ে যাবে। যেখানে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিলে আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটি বসালে লগইন হয়ে যাবে এবং অ্যাপ টিতে প্রবেশ করতে পারবেন। তথ্যগুলো দিয়ে লগইন করলে আপনি এ্যাপটিতে প্রবেশ করতে পারবেন।
৪) এ্যাপটিতেতে লগইন করলে আপনার সামনে একটি নতুন ইন্টারফেজ আসবে। যার প্রথম অপশনে থাকবে Purchase. এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটি আপডেট করতে বলবে। আপনার জেন্ডার, বার্থডে ও জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনার প্রোফাইলটি আপডেট করতে হবে।
৫) এবার Purchase এ ক্লিক করলে প্রথমে আপনি যে স্টেশন হতে ট্রেনযাত্রা করতে চান সেটি নির্বাচন করতে হবে। তারপর আপনার গন্তব্য স্থান নির্বাচন করতে হবে এবং আপনি কোন তারিখে ট্রেন যাত্রা করবেন সেটি ও নির্বাচন করতে হবে। বিষয়গুলো নির্বাচন করার পর সার্চ ট্রেন এ ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো ট্রেন আসবে।
৬) ট্রেনগুলো থেকে যেকোনো একটি ট্রেন আপনাকে নির্বাচন করতে হবে। যে কোন একটি ট্রেন নির্বাচন করার পর আপনি কোন ক্লাসের সিটে যাবেন এবং কয়েকজন যাবেন এবং আপনাদের সাথে কয়জন বাচ্চা আছে সেগুলো সিলেক্ট করতে হবে। এরপর আপনি কি চান যে কোন একটি সিটে বসতে না নির্দিষ্ট একটি সিটে বসতে সে বিষয়টি সিলেক্ট করতে হবে।
৭) Continue তে ক্লিক করার পর আপনার সামনে আরো একটি পেজ আসবে। সেখানে থাকবে Pay Now। উক্ত অপশনটিতে ক্লিক করলে প্রথমে আপনার বয়স এবং আপনার জেন্ডার সিলেক্ট করে Continue এ আবারো ক্লিক করলে আপনার সামনে টাকা পরিশোধের জন্য অনেকগুলো মাধ্যমে যেমন বিকাশ, রকেট, মাস্টারকার্ড, নগদ ইত্যাদি আসবে।
৮) I agree তে ক্লিক করলে আপনি যেটির মাধ্যমে টাকা পরিশোধ করতে চান এই মাধ্যমটি সিলেক্ট করতে হবে। মনে করেন আমি বিকাশ দিয়ে টাকা পরিশোধ করবো। এইজন্য বিকাশ সিলেক্ট করব তারপর আমার যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা ওই নাম্বারটি বসাবো। এরপর নেক্সট এ ক্লিক করলে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে। উক্ত কোডটি বসাতে হবে এবং আপনার পিন নম্বর দিয়ে আবারও Confirm এ ক্লিক করলে, নির্দিষ্ট পরিমাণ ট্রেন ভাড়া আপনার বিকাশ একাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এর পরে দেখা যাবে যে আপনার বিলটি সফলভাবে পরিশোধিত হয়েছে। আপনার মোবাইল নাম্বার একটি এসএমএস এর মাধ্যমে জানানো হবে আপনার ট্রেনের ভাড়া পরিশোধ হয়েছে কিনা।
১০) রেল সেবা অ্যাপ তৈরি হোমপেজে চলে গেলে সেখানে আরও একটি অপশন থাকবে History বলে। সেখানে কিছুক্ষণ পর আপনার টিকিটটি প্রদর্শিত হবে। এভাবে আপনি মোবাইলের মাধ্যমে ঘরে বসে ট্রেনের টিকেট কাটতে পারেন।
ট্রেনের টিকিট কাটার নিয়ম
Train tickets
ট্রেনের টিকিট বাতিল করার নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করার জন্য:-
ট্রেনের টিকিট বাতিল করার জন্য আপনি অনলাইনের মাধ্যমে যে টিকিট কেটেছেন সেখানে আপনার ট্রেনের নাম্বার ও অন্য কিছু প্রয়োজনীয় তথ্য থাকে সেই তথ্যগুলো নিয়ে আপনার স্থানীয় কোন রেলওয়ে স্টেশনে যেতে হবে। সেখানে গেলে স্টেশনের লোকেরা আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দেখে এবং যাচাই করে আপনার কাটা টিকিট মূল্য পরিশোধ করবে। এভাবে আপনার কাটা টিকিট বাতিল হয়ে যাবে। তবে ট্রেন বাতিল করার পর আপনাকে যে টাকাটা দেওয়া হবে সেটি আপনার মূল পরিশোধিত টাকা থেকে কিছুটা কম হবে। এভাবে আপনার অনলাইনে কাটার ট্রেনের টিকিট বাতিল করতে পারেন।
1 মন্তব্যসমূহ
MARVELLOUS
উত্তরমুছুন