রকেট বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। যা ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের মাধ্যমে পরিচালিত হয়
(Rocket) রকেট একাউন্ট খোলার নিয়ম:-
মোবাইল ফোন দিয়ে রকেট একাউন্ট খোলার জন্য আপনাকে ডায়াল করতে হবে *৩২২# । এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনার রকেট একাউন্ট খোলার প্রাথমিক কাজ শুরু হয়ে যাবে। উক্ত কোডটি ডায়াল করলে আপনার সামনে একটি এসএমএস এর মত অপশন আসবে। যেখানে বলা থাকবে রকেট একাউন্ট খুলতে হলে 1 চাপুন। সেখান থেকে ১ ডায়াল করে সেন্ড এ ক্লিক করে 4 ডিজিটের একটি পিন নাম্বার সেট করতে বলা হবে। চার ডিজিটের পিন নাম্বার সেট করে সেন্ড এ ক্লিক করলে আপনার রকেট একাউন্ট খোলা সম্পন্ন হবে।
একটি এসএমএস এর মাধ্যমে আপনার একাউন্টটি সফলভাবে খোলা হয়েছে কিনা তা জানানো হবে। সিম কেনার সময় যে তথ্যগুলো দেওয়া হয়েছিল যেমন এনআইডি কার্ড, হাতে ছাপ ও অন্যান্য তথ্য রকেট কর্তৃপক্ষের কাছে চলে যাবে বা তারা শেয়ার করে নিবে। পরবর্তীতে রকেট অ্যাপ এর মাধ্যমে আপনার পরিচয় পত্র ও অন্যান্য তথ্য দিয়ে আপনার পরিচয় ভেরিফিকেশন করলে রকেট এর পক্ষ থেকে আপনি ২৫ টাকা বোনাস পাবেন। সঠিকভাবে পিন নাম্বার সেট করলে আপনার রকেট একাউন্টটি রকেট কর্তৃপক্ষ একটি অ্যাকাউন্ট হিসেবে গ্রহণ করবে। এভাবে আপনি শুধুমাত্র মোবাইল দিয়ে রকেট অ্যাপ ছাড়া রকেট একাউন্ট খুলতে পারেন এবং তার মাধ্যমে আপনার সকল প্রকার লেনদেন করতে পারেন।
কিভাবে রকেট একাউন্ট এর ব্যালেন্স চেক করবেন:-
১) রকেট একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনার মোবাইলের কল অপশন এ গিয়ে ডায়াল করতে হবে *৩২২#।
২) উক্ত কোডটি ডায়াল করলে আপনার সামনে একটি এসএমএস আকারের বক্স আসবে। সেখানে অনেকগুলো অপশন 1,2,3 এভাবে সাজানো থাকবে।
৩) সেখান থেকে 5 নাম্বার একটি অপশন থাকবে My Acc বলে। নিচের ডায়ারের স্থানে 5 লিখে send এ ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আরো একটি বক্স আসবে।
সেখানে অনেকগুলো অপশন থাকবে এক নাম্বারে থাকবে Balance নামে একটি অপশন। নিচ থেকে নম্বার বসানোর স্হানে 1 লিখে send এ ক্লিক করতে হবে।
আরেকটি এসএমএস সদৃশ বক্স আপনার সামনে আসবে যেখানে আপনার 4 ভিজিটর পিন বসালে আপনার ব্যালেন্স প্রদর্শিত হবে।
রকেট দিয়ে মোবাইল রিচার্জের নিয়ম:-
১) মোবাইল রিচার্জের জন্য আবার *322# ডায়াল করতে হবে। তাহলে আপনার সামনে একটি এসএমএস এর মত অপশন আসবে। সেখানে অনেকগুলো অপশন থাকবে। তার মধ্যে থেকে ৩ নম্বর অপশনে থাকবে TopUp/Telco service।
২) নিচের ডায়াল বক্স থেকে ৩ লিখে সেন্ড এ ক্লিক করলে আরেক এসএমএস সদৃশ্য বক্স আসবে সেখানে তিন-চারটে অপশন থাকবে। যার এক নাম্বার অপশন থাকবে TopUp। নিচের নাম্বার ডায়াল করার স্থান থেকে এক লিখে সেন্ড এ ক্লিক করতে হবে। আর একটি বক্স আসবে যেখানে আপনি সেলফ বা নিজের জন্য বা অন্যের জন্য রিচার্জ করবেন কিনা তা জানতে চাইবে নিজের জন্য রিচার্জ করতে হলে 1 লিখে সেন্ড এ ক্লিক করতে হবে।
তারপর আপনি কোন অপারেটরের নাম্বারের মাধ্যমে (Gp, Robi, Teletalk,Banglalinkইত্যাদি) টাকা পাঠাতে চান তা সিলেক্ট করতে হবে। এরপরের বক্সে সিমটি প্রিপেইড না পোস্টপেইড সেটাও যাচাই করতে হবে যার এক নম্বরে থাকবে প্রিপেড যদি আপনার সিমটি প্রিপেইড হয় তাহলে 1লিখে সেন্ড এ ক্লিক করতে হবে।
৩) এরপর যে নাম্বারে টাকা ফ্লাক্সি লোড করতে চান বা মোবাইলরিচার্জ করতে চান ওই নাম্বারটি লিখতে হবে।
৪) সেন্ড এ ক্লিক করার পর কি পরিমানে টাকা রিচার্জ করতে চান তা লিখতে হবে।
৫) আবারো সেন্ড এ ক্লিক করতে হবে এরপর আপনার 4 ডিজিটের পিন নাম্বারটি দিয়ে আবারো সেন্ড এ ক্লিক করলে আপনার নির্ধারিত নাম্বারে মোবাইল রিচার্জ বা ফ্লাক্সি লোড হয়ে যাবে নগদ এর মাধ্যমে।
রকেট একাউন্টের এর পিন পরিবর্তনের জন্য:-
১) রকেট একাউন্টের পিন পরিবর্তন পরিবর্তনের জন্য আবার পূর্বের নিয়ম অনুযায়ী *322# ডায়াল করতে হবে।
২) ডায়াল করার পর আপনার সামনে অনেকগুলো অপশনের একটি বক্স আসবে। এই অপশনগুলোর 5 নাম্বারে থাকবেন My Acc।
৩) নিচের ডায়াল বক্স থেকে 5 ডায়াল করে সেন্ড এ ক্লিক করলে আপনার সামনে আরো একটি এসএমএস সদৃশ বক্স আসবে। যেখানে অনেকগুলো অপশন থাকবে। যার 3 নাম্বারে থাকবে Change pin।
৪) ডায়াল বক্স থেকে 3 নাম্বারে ডায়াল করে সেন্ড এ ক্লিক করতে হবে। সেন্ড এ ক্লিক করার পর আরো একটি ফাকা বক্স আসবে। যেখানে আপনার পুরাতন পিন নাম্বারটি দিতে হবে। তারপর সেন্ড এ ক্লিক করলেই আপনি নতুন যে পিন নাম্বারটি দিতে চান সেটি লিখতে হবে, তারপর সেন্ড এ ক্লিক করলে নতুন পিন নাম্বারটি আবার লিখতে হবে যেটি হবে কনফার্ম পিন। তারপর সেন্ড এ ক্লিক করলে আপনার নতুন পিন সেট হয়ে যাবে।
রকেটে ক্যাশ আউটের জন্য:-
১) প্রথমে ফোনের ডায়াল পেট থেকে আপনাকে *322# ডায়াল করতে হবে।
২) আপনার সামনে অনেকগুলো অপশন এর একটি বক্স আসবে তার 7 নাম্বারে থাকবে Cash out।
৩) নিচের ডায়াল অপশন থেকে 7 ডায়াল করে সেন্ড এ ক্লিক করতে হবে।
তারপর আপনার সামনে আরেকটি এসএমএস সদৃশ্য বক্স আসবে যেখানে 2টি অপশন থাকবে
1) From উদ্যোক্তা
2) From ATM
উদ্যোক্তার মাধ্যমে ক্যাশ আউট করতে হলে ১ লিখে সেন্ড এ ক্লিক করতে হবে। তারপর আরেকটা বক্স আসবে যেখানে আপনি যে উদ্যোক্তার মাধ্যমে টাকা টি ক্যাশ আউট করতে চান তিনার নাম্বারটি লিখতে হবে এবং সেন্ড এ ক্লিক করতে হবে।
৪) এরপরে আপনার সামনে আরো একটি বক্স আসবে যেখান থেকে আপনি কত টাকা ক্যাশ আউট করতে চান টাকার পরিমাণ নির্ধারণ করে সেন্ড এ ক্লিক করতে হবে।
৫) এর পরবর্তীতে অন্য একটি বক্সে আপনাকে আপনার চার ডিজিটের পিন নাম্বার দিয়ে সেন্ড এ ক্লিক করলে আপনার নির্দিষ্ট পরিমান টাকা ক্যাশ আউট করতে পারবেন।
0 মন্তব্যসমূহ