(Bkash) বিকাশে মোবাইল রিচার্জের জন্য:-
১) কোড ব্যবহার করে বিকাশের মাধ্যমে রিচার্জ করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *২৪৭#। এর পরবর্তীতে আপনার সামনে অনেকগুলো অপশনের একটি বক্স আসবে। অপশন গুলোর মধ্যে তিন নাম্বারে থাকবে Mobile Recharge।
২) নিচের ডায়াল বক্স থেকে তিন টাইপ করে সেন্ড এ ক্লিক করতে হবে এরপর আপনার সামনেই আরো একটি বক্স আসবে সেখানে আপনি কোন সিমে মোবাইল রিচার্জ করতে চান সে সিম অপারেটর নির্ধারণ করতে হবে।
৩) নির্দিষ্ট অপারেটরের নির্ধারণ করার পর আপনার সিমটি প্রিপেইড না পোস্টপেইড তা নির্ধারণ করতে হবে এর পরবর্তীতে আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান ওই নাম্বারটি লিখে সেন্ড এ ক্লিক করতে হবে। পরবর্তীতে কি পরিমান বা কত টাকা রিচার্জ করতে চান তারা লিখে সেন্ড এ ক্লিক করতে হবে এবং সর্বশেষে আপনার পিন নাম্বার বসিয়ে সেন্ড করলে নির্দিষ্ট নাম্বারে আপনার নির্ধারিত পরিমাণ মোবাইল রিচার্জ হয়ে যাবে।
বিকাশে ব্যালেন্স চেক করার জন্য:-
১) বিকাশের ব্যালেন্স চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *২৪৭#।
আপনার সামনে অনেকগুলো অপশনওয়ারা একটি বক্স আসবে। এই অপশন গুলোর ভিতরে 8 নাম্বার অপশন হলো My bkash। তারপর নিচে আপনাকে আটিকে সেন্ড এ ক্লিক করতে হবে।
২) আবারো আপনার সামনে অনেকগুলো অপশন আসবে উক্ত অপশন গুলোর এক নাম্বারে থাকবে check Balance। আপনাকে নিচের ডায়াল বক্স থেকে এক লিখে সেন্ড এ ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে আপনার বিকাশ একাউন্টের ব্যালেন্স এর পরিমাণ প্রদর্শিত হবে।
আরো পড়ুন:- মোবাইল দিয়ে আয় করার উপায়
বিকাশ একাউন্টের পিন পরিবর্তনের জন্য:-
১) বিকাশ একাউন্টের পিন পরিবর্তনের জন্য আপনাকে ডায়াল করতে হবে *২৪৭#। এর ফলে আপনার সামনে অনেকগুলো অপশনের একটি বক্স আসবে।
২) উক্ত অপশনগুলো নয় নাম্বার অপশনে থাকবেন Reset pin। আপনাকে ডায়ালের স্হান থেকে 9 লিখে সেন্ড এ ক্লিক করতে হবে। তারপর আপনাকে অন্য একটি এস এম এস সদৃশ বক্সে নিয়ে যাওয়া হবে যেখান থেকে ঊযে আইডি কার্ড দিয়ে আপনার বিকাশ একাউন্টে খুলেছিলেন ওই এনআইডি নাম্বার টা দিয়ে সেন্ড এ ক্লিক করতে হবে।
৩) এরপরে আপনাকে অন্য আরেকটি পেজে নিয়ে যাওয়া হবে। তারপর আপনার জন্মসাল দিয়ে সেন্ড এ ক্লিক করতে হবে। এর পরবর্তীতে আপনার 90 দিনের মধ্যে যেকোনো একটি লেনদেন যেমন সেন্ড মানি, পে-বিল, মোবাইল রিচার্জ ইত্যাদি যেকোনো একটি লেনদেনের তথ্য দিতে হবে। এবং আপনি কত টাকা লেনদেন করেছেন সেটার তথ্য দিয়ে সেন্ড এ ক্লিক করতে হবে।
৪) তারপর আপনাকে sms এর মাধ্যমে জানো হবে, আপনার একাউন্টটির পিন পরিবর্তন করা যাবে কি না। যদি আপনার তথ্যগুলো সঠিক হয় তবে পরবর্তীতে আপনি আপনার বিকাশ পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন।
বিকাশে ক্যাশ আউটের জন্য:-
১) আপনার বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউটের জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে আপনাকে ডায়াল করতে হবে *২৪৭#।
২) আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশন গুলোর ভিতরে পাঁচ নম্বরে আছে Cash out।
৩) নিচে থেকে পাস লিখে সেন্ড এ ক্লিক করলে আপনার সামনে ক্যাশ আউটের জন্য বেশ কিছু অপশন আসবে যেমন
১) From agent
২)From ATM
আপনার যেটা পছন্দ সেটা দিয়ে আপনি ক্যাশ আউট করতে পারেন। মনে করেন আপনি এজেন্টের মাধ্যমে টাকা উঠাবেন তাহলে আপনাকে ১লিখে সেন্ড এ ক্লিক করতে হবে।
৪) এর পরবর্তীতে আপনার সামনে আরো অনেকগুলো পেজ আসবে। যেখানে আপনাকে যে এজেন্ট থেকে টাকা উঠাতে চান ওই এজেন্টের বিকাশ নাম্বার এবং কি পরিমানে টাকা তুলতে চান তা লিখে সেন্ড এ ক্লিক করতে হবে।
৫) সর্বশেষে আপনার পিন নম্বরটি বসিয়ে সেন্ড এ ক্লিক করলেই আপনি আপনার কাঙ্খিত পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন বা ক্যাশ আউট করত পারবেন।
এছাড়াও আপনারা *২৪৭# ডায়াল করে বিকাশের মাধ্যমে অন্যান্য লেনদেন সম্পন্ন করতে পারেন যেমন পে-বিল, সেন্ড মানি, মোবাইল রিচার্জ এবং অন্যান্য লেনদেন।
1 মন্তব্যসমূহ
Good
উত্তরমুছুন