নগদ (Nagad) একাউন্ট খোলার নিয়ম:-
নগদ বাংলাদেশ সরকারের একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। যা বাংলাদেশের ডাক বিভাগের মাধ্যমে তার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
মোবাইল ফোন দিয়ে নগদ একাউন্ট খোলার জন্য আপনাকে ডায়াল করতে হবে *১৬৭# । এই কোডটি ডায়াল করার মাধ্যমে আপনার নগদ একাউন্ট খোলার প্রাথমিক কাজ শুরু হয়ে যাবে। উক্ত কোডটি ডায়াল করলে আপনার সামনে একটি এসএমএস এর মত অপশন আসবে যেখানে বলা থাকবে 4 ডিজিটের একটি পিন নাম্বার সেট করতে। উক্ত এসএমএসে এটাও বলা থাকবে যে আপনি অনুমতি দিচ্ছেন যে এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি রেজিস্ট্রেশন করা তার সকল তথ্য আইডি কার্ড নাম্বার বা অন্যান্য সকল তথ্য সিম অপারেটর নগদকে শেয়ার করার।
এখানে আপনি আপনার নগদ একাউন্ট এর জন্য চার ডিজিটের একটি পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার গুলো বসানো হলে আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার নগদ অ্যাকাউন্টটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে কিনা তা জানানো হবে। সঠিকভাবে পিন নাম্বার সেট করলে আপনার নগদ একাউন্টটি নগদের কর্তৃপক্ষ একটি অ্যাকাউন্ট হিসেবে গ্রহণ করবে।
এভাবে আপনি শুধুমাত্র মোবাইল দিয়ে নগদ অ্যাপ ছাড়া নগদ একাউন্ট খুলতে পারেন এবং তার মাধ্যমে আপনার সকল প্রকার লেনদেন করতে পারেন। পরবর্তীতে নগদ অ্যাপ এর মাধ্যমে যদি এনআইডি ছবি এবং আপনার ছবি দিয়ে যদি একাউন্টটি ভেরিফাই করতে পারেন তাহলে নগদ এর পক্ষ থেকে 25 টাকা বোনাস পেতে পারেন।
কিভাবে নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক করবেন:-
১) নগদ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য আপনার মোবাইলের কল অপশন এ গিয়ে ডায়াল করতে হবে *১৬৭#।
২) উক্ত কোডটি ডায়াল করলে আপনার সামনে একটি এসএমএস আকারের বক্স আসবে। সেখানে অনেকগুলো অপশন 1,2,3 এভাবে সাজানো থাকবে।
৩) সেখান থেকে 7 নাম্বার একটি অপশন থাকবে My nagad বলে। নিচের ডায়ালের স্থানে 7 লিখে send এ ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে আরো একটি বক্স আসবে।
সেখানে অনেকগুলো অপশন থাকবে এক নাম্বারে থাকবে Balance enquiry নামে একটি অপশন। নিচ থেকে নাম্বার বসানোর স্হানে 1 লিখে send এ ক্লিক করতে হবে।
আরেকটি এসএমএস বক্স আপনার সামনে আসবে যেখানে আপনার 4 ভিজিটর পিন বসালে আপনার ব্যালেন্স প্রদর্শিত হবে।
নগদ দিয়ে মোবাইল রিচার্জের নিয়ম:-
১) মোবাইল রিচার্জের জন্য আবার *১৬৭# ডায়াল করতে হবে। তাহলে আপনার সামনে একটি এসএমএস এর মত অপশন আসবে। সেখানে অনেকগুলো অপশন থাকবে। তার মধ্যে থেকে ৩ নম্বর অপশনে থাকবে Mobile Recharge।
২) নিচের ডায়াল বক্স থেকে ৩ লিখে সেন্ড এ ক্লিক করলে আপনি কোন অপারেটরের নাম্বারের মাধ্যমে (Gp, Robi, Teletalk,Banglalinkইত্যাদি) টাকা পাঠাতে চান তা সিলেক্ট করতে হবে। যেকোনো একটি অপশন সিলেক্ট করে সেন্ড এ ক্লিক করার পর আপনার সিমটি প্রিপেইড না পোস্টপেইড তা সিলেক্ট করার জন্য আর একটি বক্স আসবে, যারা এক নম্বারে থাকবে প্রিপেইড এবং দূই নম্বারে থাকবে পোস্টপেইড। আপনার সিমটি পিপেইড হলে এক ডায়াল করে সেন্ড এ ক্লিক করতে হবে।
৩) এরপর যে নাম্বারে টাকা ফ্লাক্সি লোড করতে চান বা মোবাইলরিচার্জ করতে চান ওই নাম্বারটি লিখতে হবে।
৪) সেন্ড এ ক্লিক করার পর কি পরিমানে টাকা রিচার্জ করতে চান তা লিখতে হবে।
৫) আবারো সেন্ড এ ক্লিক করতে হবে এরপর আপনার 4 ডিজিটের পিন নাম্বারটি দিয়ে আবারো সেন্ড এ ক্লিক করলে আপনার নির্ধারিত নাম্বারে মোবাইল রিচার্জ বা ফ্লাক্সি লোড হয়ে যাবে নগদ এর মাধ্যমে।
নগদ একাউন্টের এর পিন পরিবর্তনের জন্য:-
১) নগদ একাউন্টের পিন পরিবর্তন পরিবর্তনের জন্য আবার পূর্বের নিয়ম অনুযায়ী *১৬৭# ডায়াল করতে হবে।
২) ডায়াল করার পর আপনার সামনে অনেকগুলো অপশনের একটি বক্স আসবে। এই অপশনগুলোর 8 নাম্বারে থাকবেন Pin Reset।
৩) নিচের ডায়াল বক্স থেকে 8 ডায়াল করে সেন্ড এ ক্লিক করলে আপনার সামনে আরো একটি এসএমএস সদৃশ বক্স আসবে। যেখানে দুইটি অপশন থাকবে। যার দুই নাম্বারে থাকবে Change pin।
৪) ডায়াল বক্স থেকে দুই নাম্বারে ডায়াল করে সেন্ড এ ক্লিক করতে হবে। সেন্ড এ ক্লিক করার পর আরো একটি ফাকা বক্স আসবে। যেখানে আপনার পুরাতন পিন নাম্বারটি দিতে হবে। তারপর সেন্ড এ ক্লিক করলেই আপনি নতুন যে পিন নাম্বারটি দিতে চান সেটি লিখতে হবে, তারপর সেন্ড এ ক্লিক করলে নতুন পিন নাম্বারটি আবার লিখতে হবে যেটি হবে কনফার্ম পিন। তারপর সেন্ড এ ক্লিক করলে আপনার নতুন পিন সেট হয়ে যাবে।
নগদে ক্যাশ আউটের জন্য:-
১) প্রথমে ফোনের ডায়াল পেট থেকে আপনাকে *১৬৭# ডায়াল করতে হবে।
২) আপনার সামনে অনেকগুলো অপশন এর একটি বক্স আসবে তার এক নাম্বারে থাকবে Cash out।
৩) নিচের ডায়াল অপশন থেকে এক ডায়াল করে সেন্ড এ ক্লিক করতে হবে।
তারপর আপনার সামনে আরেকটি এসএমএস সদৃশ্ বক্স আসবে যেখানে আপনি যে উদ্যোক্তার মাধ্যমে টাকা টি ক্যাশ আউট করতে চান তিনার নাম্বারটি লিখতে হবে এবং সেন্ড এ ক্লিক করতে হবে।
৪) এরপরে আপনার সামনে আরো একটি বক্স আসবে যেখান থেকে আপনি কত টাকা ক্যাশ আউট করতে চান টাকার পরিমাণ নির্ধারণ করে সেন্ড এ ক্লিক করতে হবে।
৫) এর পরবর্তীতে অন্য একটি বক্সে আপনাকে আপনার চার ডিজিটের পিন নাম্বার দিয়ে সেন্ড এ ক্লিক করলে আপনি নির্দিষ্ট পরিমান টাকা ক্যাশ আউট করতে পারবেন।
0 মন্তব্যসমূহ