বিশ্বের প্রায় প্রতিটি দেশেই দুর্নীতি বেড়েই চলেছে। এমন কোন মাপকাঠি নেই যা দিয়ে দুর্নীতি মাপা যায় । কিন্তু কিছু কিছু বিষয় পরিমাপের উপর ভিত্তি করে বিশ্বের দশটি দুর্নীতিগ্রস্ত দেশের কথা এখানে তুলে ধরা হলো:-
বাংলাদেশ দুর্নীতিতে কততম
দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা
১০) ইরাক
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দশম অবস্থানে করছে। ইরাক মধ্য এশিয়ার এ দেশটি একসময় ছিল সভ্যতার লীলাভূমি। পৃথিবীর অন্যতমটি একটি খনি সম্পদ সমৃদ্ধ দেশ এটি । সৌদি আরব ও ভেনিজুয়েলার পর পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ খনিজ তেল উৎপাদনকারী দেশ এটি। কিন্তু বিগত বছরগুলোতে মার্কিন সেনাবাহিনীর যুদ্ধের কারণে দেশটি এখন যুদ্ধবিধ্বস্ত। দেশের নেতারা নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত তারা দেশের কথা ভাবতে চায় না। দেশেরপ্রত্যেকটা বিভাগ ও ক্ষেত্র ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত। ইরাকের সিপিআই স্কোর 19
৯) ভেনিজুয়েলা
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় নবম স্থানে আছে ভেনিজুয়েলা। দক্ষিণ আমেরিকার এ দেশ একসময় কৃষিতে সমৃদ্ধ ছিল কিন্তু কিছু বছর পূর্বে বেশকিছু তেলের খনি পাওয়া যায়। ফলে কৃষিপ্রধান অর্থনীতি শিল্প প্রধান অর্থনীতিতে পরিবর্তিত হয়েছে। এদেশের নেতারাও নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত দেশের সকল সরকারি বিভাগ ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত। দেশটির রাজনৈতিক নেতারা ও ব্যবসায়ীরা সব সম্পদ নিজেদের আয়ত্তে রেখেছে। দেশটিতে এমন অনেক মানুষ রয়েছে যারা তিন বেলা খেতে পারে না। আর শিক্ষা ও চিকিৎসার কথা তো কল্পনাই করা যায় না। ভেনিজুয়েলার সিপিআই স্কোর 19
৮) উত্তর কোরিয়া
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা অষ্টম অবস্থান করছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। তিনি যা বলেন সেটাই সে দেশের আইন হয়ে যায় । সে দেশে নেই কোনো বিরোধী দল বা রাজনৈতিক গোষ্ঠী। এ দেশে অনেক গরিব মানুষ বাস করে কিন্তু কিম জং উন বিলাসী জীবন যাপন করেন। দেশটিতে বাইরের দেশের কোনো নাগরিক ঢুকতে পারে না, বা কোন কিছুর ছবি তুলতে পারেনা। কিম জং উন গরিব মানুষদের দিয়ে নানা ধরনের কাজ করিয়ে নিয়ে থাকেন। উত্তর কোরিয়ার সি পি আই স্কোর সাতার।
৭) লিবিয়া
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা লিবিয়ার অবস্থান সপ্তম। আফ্রিকার সবচেয়ে বড় দেশগূলোর একটি লিবিয়া। এক সময় লিবিয়ার ধনী ও উন্নত রাষ্ট্র ছিল। গাদ্দাফির আমলে দেশটিতে বিস্তৃত শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা ছিল। কিন্তু মার্কিন সরকারের ইশারা ও দেশটির দুর্নীতিগ্রস্ত নেতাদের কারণে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। দেশটির দুর্নীতিগ্রস্ত নেতারা অর্থের বিনিময়ে নিজের দেশকে বেঁচে দিতেও কার্পণ্য করবে না। দেশটির অনেক মানুষ এখনও অনাহারে দিন পার করে। লিবিয়ার সিপিআই সাতার।
৬) সুদান
পৃথিবীর দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে সুদান। আফ্রিকা মহাদেশ অবস্থিত খনিজ সম্পদে সমৃদ্ধ1956 সালে স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর থেকে দেশকে অস্থিতিশীল এরইমধ্যে দেশটির একটি অংশ ভেঙে গঠিত হয় দক্ষিণ সুদান। দেশটির 43 শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। দেশটির নেতারা ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত। দেশটিতে নেই কোন ভালো শিক্ষা ব্যবস্থা, জনগণ তাদের মৌলিক চাহিদা হতে বঞ্চিত। দেশটির প্রায় প্রত্যেকটি সরকারি কাজের জন্য ঘুষ দিতে হয়। সুদানের সিপিআই স্কোর ১৬।
৫) ইয়েমেন
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ইয়েমেনের অবস্থান পঞ্চম। মধ্য এশিয়ায় অবস্থিত দেশটি আরবের প্রাচীন শহর। দেশটিতে আছে অনেক মূল্যবান খনিজ সম্পদ। গত কয়েক যুদ্ধের কারণে দেশটি এখন যুদ্ধবিধ্বস্ত। দেশের মানুষের মৌলিক অধিকার বিপন্ন। দেশটির দুর্নীতিবাজ নেতাদের কারণেই দেশের আজকে হাল। এর অর্থনীতির অবস্থা অনেক করুন। ইয়েমেনের সিপিআইএম স্কোর-16।
৪) আফগানিস্তান
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা চতুর্থ অবস্থানে আফগানিস্তান। দুর্নীতি ও টানা 20 বছর যুদ্ধের কারণে দেশটির অর্থনীতির অবস্থা খুবই করুন। দেশটির সকল পর্যায়ের নিজেরা দুর্নীতিগ্রস্ত। যুদ্ধের কারণে দেশটির লাখ লাখ মানুষ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে অবস্থান করছে। দেশটি তাদের দেশের জনগণের মৌলিক অধিকার পূরণে ব্যর্থ। দেশটির সিপিআই স্কোর 15।
৩) সিরিয়া
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সিরিয়ার অবস্থান তৃতীয়। কয়েক যুগ ধরে গৃহযুদ্ধের কারণে সিরিয়ার আজ এই অবস্থা। দেশটির পিয়ন থেকে সম্পত্তি কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। মূলত যুদ্ধের কারণে দেশের নাগরিকরা গরিব হয়ে গেছে। সিরিয়া পৃথিবীর ছোট দেশ গুলোর মধ্যে একটি। সিরিয়ার সিপিআই স্কোর 14
২) দক্ষিণ সুদান
বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দক্ষিণ সুদানের অবস্থান দ্বিতীয়। দেশটি 2011 সালে সুদান থেকে স্বাধীনতা পায়। দেশকে পশ্চিমা দেশগুলোর কাছে অনেক জনপ্রিয় তাই প্রতি বছর বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ পেলেও তাদের দেশের তেমন কোনো উন্নতি হয়নি। দেশটিতে সবসময় বিরোধী দলের ভিতরে সংঘর্ষ লেগেই থাকে। দেশটিতে খুব কম নেতাই আছেন যারা তাদের দেশ নিয়ে ভাবেন। দক্ষিণ সুদানের সিপিআইএম স্কোর 12।
১) সোমালিয়া
বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় প্রথমেই আছে সোমালিয়া। এক সময় সোমালিয়া সোমালিয়া ছিল একটি ভালো ও সমৃদ্ধ দেশ। কিন্তু বর্তমানে এটি একটি দুর্নীতিগ্রস্ত খারাপ দেশে পরিণত হয়েছে। সোমালিয়ার কথা আসলে সোমালিয়ান জলদস্যুর কথা আমাদের মনে আসে। জলদস্যুতা সহ নানা ধরনের অপরাধে জড়িত দেশের প্রতিটা মানুষ। দেশটির সরকার ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত, যার ফলে কাঙ্খিত উন্নয়ন সাধিত হয় না। দেশটির মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। সোমালিয়ার সিপিআইএম স্কোর নয়।
আর বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা 12 তম স্থানে অবস্থান করছে। দেশটিতে রয়েছ অনেক দুর্নীতি আর দুর্নীতিগ্রস্ত নেতা। বেশ কয়েক বার দুর্নীতিতে প্রথম হয়েছিল বাংলাদেশ। যদি দেশের নেতারা ভালো হতো তবে অনেক আগেই বাংলাদেশে উন্নত দেশ হয়ে যেত।
1 মন্তব্যসমূহ
Bangladesh
উত্তরমুছুন